#

About Institute

আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল — এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন, ইসলামি জ্ঞানভিত্তিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠার পেছনে আমাদের গল্প এই মাদ্রাসার প্রধান প্রতিষ্ঠাতা মোঃ মোহাম্মদ শহিদুল ইসলাম, যিনি বহু পরিশ্রম ও অর্থনৈতিক অবদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর পাশে থেকে সহযোগিতা করেন প্রধান পৃষ্ঠপোষক সালাহউদ্দিন আংকেল, যিনি এলাকার মানুষদের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানকে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করেন। মোহাম্মদ নুরুল কবির ভাইয়ের অবদান তুরস্কের সহায়তায় আমাদের মাদ্রাসার একটি দুইতলা আধুনিক ভবন নির্মিত হয়েছে, যার সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ নুরুল কবির ভাই। তিনি শুধুমাত্র আর্থিক নয়, নৈতিক ও আন্তর্জাতিক সমন্বয় করে ভবন বাস্তবায়নে এক বিশাল ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি মাদ্রাসার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিয়মিত সাহায্য ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। বর্তমান অবস্থা শিক্ষার্থী: ২০০+ শিক্ষক: ১২ জন (এর মধ্যে একজন পুরুষ হাফেজ শিক্ষক ও একজন মহিলা হাফেজা শিক্ষিকা) পাঠদান: নার্সারি থেকে দাখিল ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত বিভাগ: হিফজ, নাজেরা, কুরআন, হাদীস, আকীদা, ফিকহ ও সাধারণ শিক্ষা ছাত্রীদের জন্য পৃথক শাখা ও নারী শিক্ষিকা দ্বারা পাঠদান ব্যবস্থা আমাদের লক্ষ্য ও দর্শন আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা আল্লাহভীরু ও নৈতিকতায় দৃঢ় শিক্ষায় দক্ষ ও সমাজসেবায় নিবেদিত ইসলামের আদর্শে জীবন গঠনকারী দেশপ্রেমিক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ অভিভাবক ও এলাকার মানুষের ভুমিকা আমাদের অগ্রগতির প্রতিটি ধাপে এলাকার অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা রয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। আসুন, একসাথে গড়ে তুলি একটি আলোকিত, দ্বীনদার ও সুসংগঠিত ভবিষ্যৎ প্রজন্ম। [যোগাযোগ করুন] | [ভর্তি তথ্য] | [অনুদান দিন]

Organization statistics

188

Total Students

12

Total Teacher

1

Office Staff

11

Classroom

1

Buildings

Institute Management Committee

#

মোহাম্মদ নুরুল কবির

(প্রতিষ্ঠা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক )

Our Mission

Our Mission গড়ে তুলি আলোকিত মানুষ, নৈতিকতায় দৃঢ়, জ্ঞান-আদর্শে পরিপূর্ণ আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসার মূল লক্ষ্য হল এমন একটি প্রজন্ম গড়ে তোলা—যারা কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়বে, নৈতিকতা ও জ্ঞানে সমৃদ্ধ হবে এবং সমাজ, দেশ ও উম্মাহর কল্যাণে অবদান রাখবে। আমাদের মিশন চারটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত: --- ১. দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয় আমরা শিক্ষার্থীদের কুরআন-হাদীসভিত্তিক ইসলামী শিক্ষা ও সাধারণ একাডেমিক জ্ঞানের সমন্বয়ে পরিপূর্ণভাবে গড়ে তুলি। হিফজ, তাজবীদ, আকীদা, ফিকহ বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞানসহ দাখিল পর্যায়ের পাঠক্রম --- ২. চরিত্রবান ও আল্লাহভীরু প্রজন্ম তৈরী আমাদের মূল লক্ষ্য কেবল শিক্ষিত নয়, বরং সৎ, আদর্শ, দায়িত্ববান ও আল্লাহভীরু নাগরিক তৈরি করা। আদব-আখলাক শিক্ষা আমল, নামাজ ও ইসলামী জীবনধারা শেখানো --- ৩. ডিজিটাল ও আধুনিক শিক্ষার সমন্বয় প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের সময়োপযোগী রাখতে আমরা ডিজিটাল শিক্ষা চালু করেছি। Android অ্যাপসের মাধ্যমে ক্লাস, রেজাল্ট, হোমওয়ার্ক অভিভাবক ও শিক্ষক একত্রে শিক্ষার্থীর অগ্রগতিতে সম্পৃক্ত --- ৪. সুরক্ষা ও সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিতকরণ শিক্ষার্থীদের জন্য আমরা একটি বন্ধুত্বপূর্ণ, নিরাপদ ও মানসিকভাবে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করেছি, যাতে তারা আনন্দের সঙ্গে শিখতে পারে। নিজস্ব পরিবহন ফ্রি মেডিকেল চেক-আপ নারী ও পুরুষ শিক্ষার্থীর জন্য পৃথক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা --- বিশেষ কৃতজ্ঞতা আমাদের এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোহাম্মদ নুরুল কবির ভাই, যিনি তুরস্ক থেকে ভবন নির্মাণে সহযোগিতা করেছেন এবং নিয়মিত পৃষ্ঠপোষকতায় আমাদের শক্তি জুগিয়েছেন। Our mission is to build a generation who live with faith, lead with knowledge, and serve with sincerity. আমাদের লক্ষ্য—একটি শিক্ষিত, সৎ ও আলোকিত সমাজ গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
#

Our Vission

Our Vision একটি সুশিক্ষিত, সৎ ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলা আমাদের ভিশন একটি স্বপ্ন—একটি ইসলামী জ্ঞানভিত্তিক সমাজ গঠন যেখানে প্রতিটি শিক্ষার্থী হবে কুরআন ও সুন্নাহর আলোকে আলোকিত, চারিত্রিকভাবে দৃঢ়, প্রযুক্তি ও জ্ঞানে পারদর্শী, এবং দেশ ও মানবতার জন্য উপকারী এক আদর্শ নাগরিক। --- আমাদের ভবিষ্যৎ লক্ষ্য ও দিকনির্দেশনা: ১. একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়তে চাই, যেখানে শিশুরা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক নয় বরং ইসলামী আদর্শ, মানবিক গুণাবলি, এবং বাস্তব জীবনের সমস্যার সমাধানে পারদর্শী হয়ে উঠবে। ২. সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর, সহজলভ্য ও সবসময় অভিভাবক ও শিক্ষকের সংযুক্তিতে সমন্বিত। ক্লাস, ফলাফল, যোগাযোগ সব অনলাইন অ্যাপে প্রযুক্তি ও দ্বীনের সমন্বয়ে একজন আধুনিক মুসলমান তৈরি ৩. হিফজ বিভাগ ও দাখিল স্তরকে সম্প্রসারণ বর্তমানে আমাদের নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। ভবিষ্যতে দাখিল ও আলিম পর্যায় পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে, যেন একজন শিক্ষার্থী প্রাথমিক থেকে উচ্চস্তর পর্যন্ত একই প্রতিষ্ঠানে ইসলামী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে পারে। ৪. নিজস্ব বোর্ডিং ও আবাসিক সুবিধা চালু দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল ও সম্পূর্ণ শৃঙ্খলিত বোর্ডিং ব্যবস্থা চালুর মাধ্যমে মাদ্রাসার পরিসর ও পরিধি বাড়ানো হবে। ৫. ছাত্র-ছাত্রীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সর্বোচ্চ গুরুত্ব খেলাধুলা, শিল্প-সাহিত্য, বিতর্ক ও অনুশীলনমূলক কার্যক্রম বিশেষ নৈতিক প্রশিক্ষণ ও ইসলামিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট ৬. আন্তর্জাতিক সহযোগিতা ও গ্লোবাল সংযুক্তি তুরস্কসহ বিভিন্ন দেশের সহায়তায় ভবন নির্মাণ ও পৃষ্ঠপোষকতায় ইতিমধ্যে অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে আরও দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি একটি শিশু যদি কুরআনের আলোয় আলোকিত হয়, তার চরিত্র যদি হয় সৎ, মন যদি হয় দয়ালু, আর জ্ঞান যদি হয় সময়োপযোগী—তাহলে সেই সন্তানই একদিন সমাজের নেতা, দেশের গর্ব ও উম্মাহর কল্যাণকারী হবে। Our Vision is to build a future where education is not only about books, but about building humans with heart, honesty and faith. আমাদের ভিশন—আল্লাহভীরু, নৈতিকতায় দৃঢ়, শিক্ষিত ও সচেতন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা আলোকিত করবে আগামীকাল।
#

News/Blogs

#
  • Post by:Admin
  • Date:08/01/2023

5 Major Achievement of Hiranur Education Center in 2023

See More
#
  • Post by:Admin
  • Date:08/04/2023

ইলিক ইলচোয়ার সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট গ্রহন করছে Amanah international এর ম্যানেজিং ডাইরেক্টর খলিলউল্লাহ্ ফোরকান

See More
#
  • Post by:Admin
  • Date:01/12/2023

Parade Group is announced for Victory Day 2022 Programme

See More