মোহাম্মদ শহিদুল ইসলাম
رسالة من المدير المؤسس محمد شهيد الإسلام مؤسس المدرسة المثالية أبو بكر الصديق (رضي الله عنه) بسم الله الرحمن الرحيم. السادة المعلمين وأولياء الأمور والأهالي الكرام والطلبة الأعزاء الحمد لله! بفضل الله تعالى ورحمته الواسعة ودعاءكم ودعمكم جميعًا، قمت بتأسيس مدرسة أبي بكر الصديق (رضي الله عنه) المثالية في عام 2017. ومن خلال العمل الطويل والتضحية المالية والجهود المخلصة، تقف هذه المؤسسة على أساس متين اليوم. وبفضل التعاون الصادق من أخينا الكريم محمد نور الكبير صاحب من تركيا، تم الانتهاء تقريباً من بناء المدرسة المكونة من طابقين، وبمشيئة الله ستصبح هذه المؤسسة مركزاً للتعليم الديني والعام بمعايير دولية في المستقبل إن شاء الله. --- أهمية التعليم الديني يقول الله في القرآن الكريم: > «ويكرم الله الذين آمنوا والذين أوتوا العلم». — (سورة المجادلة: ١١) لقد رفع الله منزلة أهل العلم الشرعي والديني. المعرفة الدينية تطهر حياة الإنسان، وتزيد من التقوى، وتجعل المجتمع سلمياً وعادلاً. لذلك فإن التعليم الديني هو النور الحقيقي للحياة الإنسانية. قال النبي صلى الله عليه وسلم: > «من أراد خيراً لنفسه في الدنيا والآخرة فقهه الله في الدين». — (البخاري ومسلم) أي أن من أحبه الله فهمه الدين فهماً صحيحاً. هدفنا ليس فقط تخريج طبيب أو مهندس، بل تخريج مسلمين يخافون الله، صادقين، ذوي شخصية قوية، قادرين على تحقيق النجاح في الدنيا والآخرة. --- مهمتنا وأهدافنا تهدف مؤسستنا إلى إعداد جيل من خلال الجمع بين التعليم الديني والتعليم الحديث يعرف القرآن والحديث، ويتحلى بالأخلاق الحميدة، ويكون وطنياً، ويخدم الإنسانية من مكانه. الخطط المستقبلية: توسيع التعليم من الداخل إلى العليم قسم الحفظ كاملاً (منفصل للرجال والنساء) دورة الدراسات الإسلامية واللغة العربية تطوير مهارات تكنولوجيا المعلومات والاتصالات واللغة الإنجليزية والرياضيات معسكرات طبية مجانية ومرافق للمنح الدراسية إطلاق الفصول الدراسية الرقمية وتطبيقات أندرويد التعليم المهني لتحقيق الاعتماد على الذات --- نصائح للطلاب أعزائي الطلبة، الدراسة اليوم ليست فقط للامتحانات، بل لبناء حياة. تعلم القرآن هو نور عينك وطمأنينة قلبك. يقول الله تعالى: > «إن هذا القرآن دليل على الطريق الصحيح» — (سورة الإسراء: 9) فادرس بانتظام، بإخلاص وتقوى. تعلم كيفية استغلال الوقت بحكمة، واستخدام التكنولوجيا بطريقة حلال. --- نصائح للمعلمين أنتم لستم معلمين فقط، بل خلفاء الرسول صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم: "أنتم جميعا مسؤولون، وكل واحد منكم سيسأل عن مسؤولياته." — (البخاري: ٨٩٣) لذلك، كن صادقًا مع الطلاب ولعب دورًا في بناء الشخصية. إن إشعال شعلة النور داخل الطالب هو النجاح الأعظم. --- نداء إلى أولياء الأمور ما تعلمه لطفلك سيحدد مستقبله. إذا أردت أن يكون ابنك ناجحاً في الدنيا والآخرة، فنوره بنور المعرفة الدينية. وفي كلام القرآن الكريم: "يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نار جهنم" — (سورة التحريم: 6) ابقى على تواصل معنا، وابق على اتصال منتظم، وادعمنا في هذا الجهاد التعليمي. أنا أقول للسكان المحليين المحترمين هذه المدرسة ليست ملكي وحدي أو للمعلمين. إنها ملك لنا جميعا. إن أطفال المنطقة الذين يكبرون هنا سوف ينشرون نور الإسلام في جميع أنحاء بنغلاديش والعالم. لذا، دعونا جميعًا ندفع هذه القضية النبيلة إلى الأمام، ونصلي، ونخصص الوقت، ونتعاون قدر استطاعتنا. طلب صلاة نهائي يا إلهي! من فضلك تقبل هذا الجهد الصغير، اجعل هذه المؤسسة مركزاً للتوجيه والمعرفة، فليولد من هنا آلاف العلماء والحافظين والشرفاء. أرجو قبول جميع أساتذتي وأولياء أموري وطلابي وزملائي. آمين. প্রতিষ্ঠাতা’ পরিচালকের বাণী মোহাম্মদ শাহিদুল ইসলাম প্রতিষ্ঠাতা, আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সবার দোয়া এবং সহযোগিতায় ২০১৭ সালে আমি আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠা করি। দীর্ঘ পরিশ্রম, আর্থিক ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজ এই প্রতিষ্ঠান একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তুরস্কের মাননীয় ভাই মোহাম্মদ নুরুল কবির সাহেবের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসার দুইতলা ভবনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে, এবং আল্লাহর ইচ্ছায় এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের দ্বীনি-সাধারণ শিক্ষার কেন্দ্র হয়ে উঠবে ইনশাআল্লাহ। --- দ্বীনি শিক্ষার গুরুত্ব পবিত্র কুরআনে আল্লাহ বলেন: > "আল্লাহ তাকেও মর্যাদা দান করেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে।" — (সূরা মুজাদালাহ: ১১) আল্লাহ পাক দ্বীনি ও হালাল জ্ঞান অর্জনকারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দ্বীনি জ্ঞান মানুষের জীবনকে শুদ্ধ করে, তাকওয়া বৃদ্ধি করে, সমাজকে শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ণ করে তোলে। তাই দ্বীনি শিক্ষাই হলো মানবজীবনের প্রকৃত আলো। রাসূল (সা.) বলেছেন: > “দুনিয়া ও আখিরাতে যার জন্য কল্যাণ কামনা করা হয়, তাকে আল্লাহ দ্বীনের ফিকহ (জ্ঞান) দান করেন।” — (বুখারী ও মুসলিম) অর্থাৎ, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমাদের লক্ষ্য শুধু একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানো নয়, বরং আল্লাহভীরু, সৎ, চরিত্রবান মুসলমান তৈরি করা, যারা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। --- আমাদের মিশন ও লক্ষ্য আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা কুরআন-হাদীস জানবে, চরিত্রবান হবে, দেশপ্রেমিক হবে, এবং নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবা করবে। ভবিষ্যৎ পরিকল্পনাসমূহঃ দাখিল থেকে আলিম পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ পূর্ণাঙ্গ হিফজ বিভাগ (নারী-পুরুষ আলাদা) ইসলামিক স্টাডিজ ও আরবি ভাষা কোর্স ICT, ইংরেজি ও গণিত দক্ষতা উন্নয়ন ফ্রি মেডিকেল ক্যাম্প, স্কলারশিপ সুবিধা ডিজিটাল ক্লাসরুম ও অ্যান্ড্রয়েড অ্যাপস চালু আত্মনির্ভরশীলতা অর্জনে বৃত্তিমূলক শিক্ষা --- ছাত্রদের প্রতি নসিহা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পড়া কেবল পরীক্ষার জন্য নয়, বরং জীবন গড়ার জন্য। কুরআন শিক্ষা তোমার চোখের আলো, হৃদয়ের শান্তি। আল্লাহ বলেন: > “এই কুরআন এমন পথ প্রদর্শক, যা সবচেয়ে সঠিক পথ দেখায়।” — (সূরা ইসরা: ৯) তাই পড়াশোনা করো নিয়মিত, ইখলাস ও তাকওয়ার সাথে। সময়ের সঠিক ব্যবহার শিখো, প্রযুক্তি ব্যবহার করো হালাল পথে। --- শিক্ষকদের প্রতি নসিহা আপনারা শুধু শিক্ষক নন, বরং নবীজি (সা.)-এর উত্তরসূরি। রাসুল (সা.) বলেছেন: > “তোমরা সবাই দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” — (বুখারী: ৮৯৩) অতএব ছাত্রদের প্রতি আন্তরিক হন, চরিত্র গঠনে ভূমিকা রাখুন। একজন ছাত্রের ভিতর আলোর শিখা জ্বালানোই সবচেয়ে বড় সফলতা। --- অভিভাবকদের প্রতি আহ্বান আপনার সন্তানকে কী শেখাচ্ছেন—সেটিই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি চাচ্ছেন আপনার সন্তান ইহকাল ও পরকালে সফল হোক, তাহলে তাকে দ্বীনি জ্ঞানের আলোয় আলোকিত করুন। কুরআনের ভাষায়: > “হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।” — (সূরা তাহরীম: ৬) আমাদের সাথে যুক্ত থাকুন, নিয়মিত যোগাযোগ রাখুন, এবং এই শিক্ষা জিহাদে আমাদের সহযোগিতা করুন। --- সম্মানিত এলাকাবাসীকে বলছি এই মাদ্রাসা কেবল আমার বা শিক্ষকদের একার নয়। এটা আমাদের সবার। এলাকার যে সন্তান এখানে মানুষ হবে, সারা বাংলাদেশ ও দুনিয়ায় ইসলামের আলো ছড়াবে। তাই আসুন, আমরা সবাই মিলে এই নেক কাজকে এগিয়ে নেই, দোয়া করি, সময় দেই, এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করি। --- শেষ কথায় দোয়া প্রার্থী হে আল্লাহ! এই ক্ষুদ্র প্রয়াসটুকু কবুল করো, এই প্রতিষ্ঠানকে হেদায়াত ও ইলমের কেন্দ্র বানিয়ে দাও, এখান থেকে যেন হাজারো আলেম, হাফেজ, সৎ মানুষ জন্ম নেয়, আমার সকল শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও সহকর্মীদের তুমি কবুল করো। আমিন।
মোহাম্মদ নোমান
প্রধান শিক্ষকের বাণী মাওলানা মোহাম্মদ নোমান প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ! আমরা এমন একটি যুগে অবস্থান করছি যেখানে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয় ছাড়া উন্নত জীবন গঠন অসম্ভব। এজন্য আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন: > "তোমাদের মধ্যে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, সে আল্লাহর পথে জিহাদকারীর মতো।" — (তিরমিজি: ২৬৪৭) একজন শিক্ষক হিসেবে আমি মনে করি, শিক্ষা শুধু মুখস্থ বিদ্যা নয়, বরং আত্মিক পরিশুদ্ধি, চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ ও মানবতার চর্চা—এসবই শিক্ষার অন্তর্ভুক্ত। আমাদের মাদ্রাসার প্রতিটি শিক্ষকই এই চেতনাকে সামনে রেখে ছাত্রছাত্রীদের গড়ে তুলছেন। আমরা মাদ্রাসায়: হিফজুল কুরআন, নাজেরা, আকিদাহ, আরবি, দাখিল স্তরের সাধারণ পাঠদান করছি। ডিজিটাল ক্লাস, নিয়মিত মূল্যায়ন, রিপোর্ট ও অভিভাবক সংযোগের মাধ্যমে শিক্ষা নিশ্চিত করছি। ছাত্রদের সাথে নৈতিকতা ও আচার-ব্যবহারে নববী আদর্শ শেখানো হচ্ছে। আমি বিশ্বাস করি, একজন আদর্শ ছাত্র তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজ—এই ত্রিমুখী সহযোগিতা অপরিহার্য। তাই অভিভাবকদের প্রতি আহ্বান—আপনার সন্তান যেন শুধু শিক্ষিতই নয়, বরং একজন আদর্শ মানুষ হয়, সেই লক্ষ্যে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। পরিশেষে, মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই প্রতিষ্ঠানকে হিদায়াত, জ্ঞানের আলো ও কল্যাণের উৎসে পরিণত করেন। জাযাকুমুল্লাহু খইরান।
মাঈনুদ্দীন হাসান
আইটি প্রধানের বক্তব্য মাঈনুদ্দীন হাসান আইটি প্রধান আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধুনিক প্রযুক্তির এ যুগে শিক্ষা খাতেও ডিজিটাল রূপান্তর অপরিহার্য হয়ে উঠেছে। আমরা আলহামদুলিল্লাহ্, আবু বকর সিদ্দিক (রাঃ) আইডিয়াল মাদ্রাসায় শুধু দ্বীনি শিক্ষা নয়, বরং আধুনিক প্রযুক্তিনির্ভর একাডেমিক ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি ব্যবস্থাপনায় আমরা যা বাস্তবায়ন করেছি: ডিজিটাল অ্যাটেনডেন্স ও রিপোর্টিং সিস্টেম অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে ছাত্র-শিক্ষক-অভিভাবক সংযুক্তি অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার সুবিধা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য আপডেট ও ভর্তি কার্যক্রম পরিচালনা অভিভাবকদের মোবাইল নোটিফিকেশন সেবা স্মার্ট পাঠদান উপকরণ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সাপোর্ট আমরা বিশ্বাস করি, দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রযুক্তি-সচেতন শিক্ষার্থী গড়ে তোলা সময়ের দাবি। এজন্য আমাদের আইটি টিম নিরলস কাজ করছে যাতে আমাদের মাদ্রাসা হয় একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে সক্ষম একটি আদর্শ প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য একটাই—জ্ঞান, নৈতিকতা ও প্রযুক্তি—এই তিনের সমন্বয়ে গড়ে উঠুক একটি আলোকিত প্রজন্ম। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের ভবিষ্যৎ কার্যক্রম আরও সহজ ও ফলপ্রসূ করুন—এই দোয়া রইল। ওয়াসসালাম। মাঈনুদ্দীন হাসান আইটি প্রধান
মোহাম্মদ শহিদুল ইসলাম
ABU BAKAR SIDDIQUE (RA.) IDEAL MADRASAH Established: 2017 | Location: Padua (Malipara), Lohagara, Chattogram Notice of Temporary Leave We respectfully inform all concerned that the esteemed founder of Abu Bakar Siddique (RA.) Ideal Madrasah, Mohammad Shahidul Islam, has taken a temporary leave from his position as Director of the institution as of March 1, 2025, due to personal reasons. We deeply appreciate his invaluable contributions and pray for his well-being and success. The Madrasah continues to operate under its guiding principles and mission with dedication. "Guide yourself through the light of knowledge and the path of truth."